Whatsapp Business Api মূলত Whatsapp Business এর অধিক ফিচার যুক্ত ভার্সন
Whatsapp Api কাদের জন্য ?
- আপনার প্রতিষ্টান এর হোয়াটসএ্যাপ যদি একাধিক টিম মেম্বার ব্যবহার করতে চান অর্থাৎ আপনার একটি হোয়াটসএ্যাপ নাম্বার যদি ১০ জন ব্যবহার করতে চান তাহলে Whatsapp Business Api আপনার জন্য।
- আপনার বিজনেস এর যদি মার্কেটিং মেসেজ পাঠানোর দরকার হয় তাহলে
- আপনার কম্পনির হোয়াটসএ্যাপ যদি চ্যাটবট ব্যবহার করতে চান তাহলে
- আপনার যদি একটি বড় কম্পানি হয় একাধিক ডাটা রাখার প্রয়োজন হয়ে থাকে কন্টাক্ট নাম্বার শেভ করার হ্যাসাল এ না যেতে চান তাহলে
কি কি ফিচার পাবেন?
1. Team System যেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এর মেসেজ আপনার সকল টিম মেম্বার দেখতে পারবে! অর্থাৎ এক নাম্বার চাইলে ১০ জন বা তার বেশি মানুষ ব্যবহার করতে পারবে।
2. Assign System যেখানে আপনার যে টিম মেম্বার যে কাজ করবে তার উপর ভিত্তি করে টিম মেম্বার চ্যাটে এসাইন করতে পারবেন
3. Chat Automation : সাপোর্ট টিম অনলাইনে থাকুক বা না থাকুক চ্যাট অটোমেশন এর মাধ্যমে কাষ্টমার সকল ইনফরমেশন সহজে পেয়ে যাবে
4. Flow Massage : কাষ্টমার এর চাহিদা অনুযায়ী অটোমেটিক রিপ্লে আসবে
5. Bulk Massage : অফার বা প্রমোশনাল ক্যাম্পেইন আনলিমিটেড ইউজার এর কাছে (টার্গেট করেও) সহজে পাঠানো যাবে এক সেকেন্ডে ( যেহেতু Official Api তাই নাম্বার কখনো ব্লক হবে না যেটি Unofficial এ হয়ে থাকে )
6. Contact : কন্টাক্ট নাম্বার সেভ করার হ্যাসেল নেই অটোমেটিক যে আপনার নাম্বারে মেসেজ দিবে তার নাম শো করবে
7. Official Green Tick : খুব সহজে ফ্রিতে Green Tick পেতে পারবেন!
এছাড়া আর কিছু ফিচার রয়েছে Whatsapp Business Api এ।
Whatsapp Official Api এর অসুবিধা কি কি ?
১। ২৪ ঘণ্টা লিমিটেশন অর্থাৎ কেউ আপনাকে মেসেজ দিলে আপনার তাকে ২৪ ঘণ্টার মধ্যে রিপ্লে করতে হবে তা না হলে মার্কেটিং মেসেজ পাঠিয়ে তাকে এঙ্গেজ করতে হবে আর মার্কেটিং মেসেজ এর চার্জ এক এক দেশের নাম্বারে এক এক রকম বাংলাদেশ এ নাম্বারে পাঠালে ৭ টাকা Usa তে ১ টাকা এভাবে হোয়াটসএ্যাপ আপনার হতে চার্জ করবে
২। অডিও কল বা ভিডিও কল ফিচার নেই
৩। আপনি ভয়েস মেসেজ দিতে পারবেন না ( খুব দ্রুত ফিচারটি আনবে )
৪। গ্রুপ এ জয়েন হতে পারবেন না ( খুব দ্রুত ফিচারটি আনবে )
কিভাবে Whatsapp Official Api নিবেন?
- প্রথমে আপনার একটি বিজনেস ম্যানাজার থাকতে হবে। বিজনেস ম্যানাজার এর App অপশনে গিয়ে একটি App ক্রিয়েট করতে হবে
- এর পর Whatsapp সেটআপ এ ক্লিক করতে হবে
- এর পর Api সেটআপ এ যেতে হবে
- Add ফোন নাম্বার এ ক্লিক করে আপনার নাম্বার এড করতে হবে
Congratulation আপনি Api সেটআপ কমপ্লিট করে ফেলেছেন এবার আপনি আপনার পছন্দের প্লাটফর্ম ব্যবহার করে Whatsapp ব্যবহার করতে পারবেন